

তুমি পাশে বসেছিলে,নৌকার কাঁপা কাঁপা শরীরে আমি ছুঁয়ে দিয়েছিলাম সময়।জলতরঙ্গে ধীরে ধীরে উঠছিল প্রেমের ভাষা—না বলা, না শোনা,তবুও চেনা এক স্পর্শের মতো গভীর।তোমার চোখে যেন ছিলঅথৈ জলের মতো দোলা দেওয়া ব্যাকুলতা।আমি খুঁজছিলাম শব্দ, তুমি দিচ্ছিলে নীরবতা,আর দুটো মিলেই তৈরি হচ্ছিলএকটা প্রেম,যার নাম নেই, সংজ্ঞা নেই—আছে কেবল অনুভব।
0 Comments