
মধুপুর গড় সবুজ আর ঘন বনের জন্যই বিখ্যাত। এখানে স্যাল গাছের সারি, ছায়াঘেরা পথ, শিমুল-করবীর ফাঁক দিয়ে আসা আলো যেন অরণ্যের গোপন রহস্য বহন করে। এই বনে বাঘ-সিংহ নেই, নেই ভয়ংকর কোনো হিংস্র প্রাণীও। আছে শুধু বানর, হনুমান, হরিণ আর অসংখ্য পাখি। তবুও গত কয়েক মাস ধরে বনকর্মীদের বুক কাঁপিয়ে তুলেছে এক অদ্ভুত আতংক।প্রায় প্রায় এক একজন ফরেস্ট কর্মীর ছিন্নভিন্ন দেহ পাওয়া যাচ্ছে বনের ভেতর। কারও বুক চিরে বের করা, কারও হাত-পা ছিঁড়ে ছিটকে ফেলা—দৃশ্য দেখে মনে হয় যেন দশ-পনেরোটা বাঘ একসাথে ঝাঁপিয়ে পড়েছে। অথচ এই বনে তো বাঘ নেই!
0 Comments