

বসন্ত আর বর্ষা—তাদের প্রেম ছিল গ্রামজুড়ে গোপন অথচ নির্মল। মাঠে খেলার সময়ের বন্ধুত্ব থেকে শুরু করে চুপিসারে নদীর ধারে দেখা করা—সবকিছুতেই ছিল এক রঙিন স্বপ্ন। কিন্তু সমাজ, পরিবার আর দারিদ্র্যের দেয়াল তাদের প্রেমকে আড়ালেই রেখেছিল বহু বছর।বসন্ত হাল ছাড়েনি। প্রতিদিনের কষ্টের মাঝেও সে স্বপ্ন দেখত—একদিন বর্ষাকে ঘরে তুলবে। সে বলত,“বর্ষা, বিশ্বাস রাখিস। আমি তোকে পাবই, যত বাধাই আসুক।”
0 Comments