একটি পাখি রোজ সকালে
কিচিরমিচির করে ,
পাখির শব্দে ঘুম ভেঙে যায়
মন থাকেনা ঘরে ।
দেখতে পাখি অনেক সুন্দর
পাখিটা আমি চাই ,
এমন পাখি কাছে থাকলে
আর কোন চিন্তা নাই ।
আদর করতে পাখিটাকে
গেলাম গাছের কাছে ,
আমাকে পেয়ে সেই পাখিটা
লেজ নাড়িয়ে নাচে ।
হঠাৎ করে ডানা মেলে
উড়ে গেল দূরে ,
পাখির জন্য কষ্ট নামে
আমার হৃদয় জুড়ে ।
0 Comments