বাবা
আজমেরী আক্তার
জানো বাবা-
তোমায় আমি ভীষণ ভালোবাসি।
তুমি থাকো দূর প্রবাসে-
তোমায় আমি শৈশবের বিকেলগুলোতে খুঁজি।
তুমি আমার বটবৃক্ষ ছায়া,
তোমায় ছাড়া দিনগুলো যেন বড্ড ছন্নছাড়া।
ও বাবা-
তুমি আবার কবে আসবে দেশে?
এক আকাশ পরিমাণ অভিমান -
তোমার প্রতি আমার মেঘের ভেসে।
জানো বাবা-
তোমায় আমি ভীষণ ভালোবাসি।
0 Comments