

তোমাকে করতে চেয়ে ছিলাম মন রাজ্যের রাণী,ভিক্ষে করেও পেলাম না তোমার কণ্ঠের বাণী।তোমার ভালোবাসায় শ্বাস রুদ্ধ হয়ে বাষ্পীয় জলে পানি,দু চোখের অশ্রু দিয়েও তোমাকে পাবো না জানি।রাতের নিস্তব্ধতায় শুধু তোমার ছায়া খুঁজেছি,হৃদয়ের প্রতিটি কোণে তোমার নাম লিখেছি।বাতাসে ভেসে আসে তোমার কথা,মনে বাজে তোমার নামে গোপন ব্যথা।
0 Comments