

অন্ধকারের ভেতর ভেসে এল এক ছায়া,মুখ অচেনা, নাম অজানা—তবু কেন মায়া।হৃদয়ের গহীনে বেজে উঠল অজানা এক সুর,অদেখা মানুষটি হঠাৎ লাগল অপার সুন্দর।চোখে ছিল কেবল কুয়াশার পর্দা,তবু মন খুঁজে নিল অচেনা স্নিগ্ধতা।যেন ছায়া থেকেও আলো জ্বলে যায়,যেন অচেনা পথেও চেনা গান বাজে হায়।হঠাৎ এক প্রভাতে মিলন হয় মুখোমুখি,বাদামি চোখে চশমার পর্দা ভেদ করেখুঁজে নিল সুখী।শব্দেরা নিঃশব্দে পেল প্রেমের নাম,অদেখা মানুষ হলো হঠাৎ জীবনের ধ্রুপদী গান।
0 Comments